প্রাথমিক বিদ্যালয়টি মহিষনগর রাস্তার পার্শে ছায়া সুনিবিঢ় ঘন বৃক্ষরাজির মাঝে অবস্থিত। বিদ্যালয় ভবনটি ৪কক্ষ বিশিষ্ট এবং টিনের ছাউনি। এ এলাকার শতভাগ শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করেছে এই বিদ্যালয়টি।
গৌরীনগর গ্রামের মহিষনগর পাড়ায় কোন স্কুল না থাকায় প্রধান শিক্ষক মো: গোলাম ফারুক নিজ উদ্যোগে এলাকার মানুষের সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মো: গোলাম ফারুক | 01712373971 | dudc.dariapur@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোছা: নারজিনা খাতুন | 01749814915 | dudc.dariapur@gmail.com |
![]() |
মোছা: সাজেদা খাতুন | 01747431801 | dudc.dariapur@gmail.com |
![]() |
মোছা: শিল্পী আরা খাতুন | 01757063243 | dudc.dariapur@gmail.com |
শ্রেণি | বালক | বালিকা | মোট |
---|---|---|---|
প্রথম | ২৫ | ২৩ | ৪৮ |
দ্বিতীয় | ১৯ | ১৪ | ৩৩ |
তৃতীয় | ১২ | ১৪ | ২৬ |
চতুর্থ | ১৫ | ১৫ | ৩০ |
পঞ্চম | ১৪ | ১৫ | ২৯ |
মোট | ৮৫ | ৮১ | ১৬৬ |
বিদ্যালয়টি ১১জন সদস্য সম্বলিত পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয় যাদের ৬জন পুরুষ ও ৫জন মহিলা।
সাল | পাশের হার | সাল | পাশের হার |
---|---|---|---|
২০০৯ | ৭১% | ২০১০ | ৯৫% |
২০১১ | ১০০% | ২০১২ | ১০০% |
২০১৩ | ৮৭% |
বর্তমানে বিদ্যালয়টিতে প্রথম শ্র্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র প্রাথমিক শিক্ষা চলমান রয়েছে।
উল্লেখযোগ্য কোন অর্জন নাই। পরবর্তীতে কোন সাফল্য অর্জন করলে তার তথ্য প্রদান করা হবে।
এলাকার সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিৎ করে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল গড়ে তুলবো।
মহিষনগর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপজেলা: মুজিবনগর, জেলা: মেহেরপুর।
মো: গোলাম ফারুক, প্রধান শিক্ষক, মোবাইল নম্বর: ০১৭১২৩৭৩৯৭১