Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

খেলা ধুলা ও বিনোদন

খেলা ধুলাঃ

প্রাচীনকাল থেকেই মুজিবনগরের জনগোষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। দারিয়াপুর ফুটবল দল, বাগোয়ান ফুটবল দল আজও ঐতিহ্যের সাক্ষী হিসাবে দৃশ্যমান আছে।

 

এলাকার মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিযোগীতার আয়োজন করে থাকে।

 

এই অঞ্চলে অন্যান্য খেলার মধ্যে জনপ্রিয় হচ্ছে কাবাডী, হাডুডু, খোখো, ভলিবল, ব্যাডমিন্টন, সহ বিভিন্ন গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা।

মুজিবনগর উপজেলায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য খেলার মাঠ হচ্ছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স খেলার মাঠ ।

 

বিনোদনঃ

মুজিবনগর উপজেলার মানুষ বিনোদন প্রিয়। গ্রাম বাংলার ঐতিহ্য লালনে এখনো আয়োজন করা হয় বাউল গান, যাত্রাপালা, নসিমন, কবিগান ইত্যাদি।

 

এলাকার মধ্যে বিনোদন জগতে সুনাম অর্জন করেছে দারিয়াপুর ও শিবপুর এর নাট্য দল।

 

ছবি

 বিনোদন.JPG বিনোদন.JPG


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)