মুজিবনগর উপজেলার মধ্যে স্বাভাবিকভাবেই ব্যবসা বানিজ্য হয়ে থাকে। ব্যবসা-বানিজ্যের মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে মেহেরপুর সদর। মেহেরপুর এ বর্তমানে বৃহৎ কিছু শপিং সেন্টার গড়ে উঠেছে, এ সকল শপিং সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত শহর এলাকার সাথে সাথে উপজেলা ও ইউনিয়নের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারের মাধ্যমে জনসাধারণের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে।
বতমানে মুজিবনগর উপজেলার সব চাইতে জমজমাট ব্যবসা-বাণিজ্য চলে মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে। দিত্বীয় পর্যায়ে প্রাধান্য উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র কেদারগঞ্জ বাজার।
উপজেলার ক্ষুদ্র শিল্পের খাতওয়ারী সংখ্যা :
ক্রঃ নং |
শিল্পেরধরণ |
মালিকানার ধরণ |
শিল্পের সংখ্যা |
০১ |
খাদ্য ওখাদ্যজাত |
ব্যাক্তি মালিকানা |
১৫০ |
০২ |
বস্ত্রশিল্প |
,, |
১৫ |
০৩ |
বনজ শিল্প |
,, |
২০ |
০৪ |
প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস) |
,, |
৩০ |
০৫ |
প্রিন্টিংএন্ড প্যাকেজিং |
,, |
০০ |
০৬ |
সেবা মূলক |
,, |
১০ |
০৭ |
বিবিধ |
,, |
৩০ |
|
মোট = |
|
= ২৫৫ টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস