Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

মুজিবনগর উপজেলার মধ্যে স্বাভাবিকভাবেই ব্যবসা বানিজ্য হয়ে থাকে। ব্যবসা-বানিজ্যের মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে মেহেরপুর সদর।  মেহেরপুর এ বর্তমানে বৃহৎ কিছু শপিং সেন্টার গড়ে উঠেছে, এ সকল শপিং সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত শহর এলাকার সাথে সাথে উপজেলা ও ইউনিয়নের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারের মাধ্যমে জনসাধারণের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে।

 

বতমানে মুজিবনগর উপজেলার সব চাইতে জমজমাট ব্যবসা-বাণিজ্য চলে মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে। দিত্বীয় পর্যায়ে প্রাধান্য উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র কেদারগঞ্জ বাজার।

পজেলার ক্ষুদ্র শিল্পের খাতওয়ারী সংখ্যা :

ক্রঃ নং

শিল্পেরধরণ

মালিকানার ধরণ

শিল্পের সংখ্যা

০১

খাদ্য ওখাদ্যজাত

ব্যাক্তি মালিকানা

১৫০

০২

বস্ত্রশিল্প

,,

১৫

০৩

বনজ শিল্প

,,

২০

       

০৪

প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস)

,,

৩০

০৫

প্রিন্টিংএন্ড প্যাকেজিং

,,

০০

       
       

০৬

সেবা মূলক

,,

১০

০৭

বিবিধ

,,

৩০

 

মোট =

 

= ২৫৫ টি