মুজিবনগর উপজেলা জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে মেহেরপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা। মুজিবনগর উপজেলার উত্তরে মেহেরপুর সদর উপজেলা,পূর্বে চুয়াডাঙ্গা জেলা, দক্ষিণ-পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গরাজ্য অবস্থিত। মুজিবনগর উপজেলার কার্যক্রম শুরু হয় ২০০০ খ্রীস্টাব্দের ২৪ ফেব্রুয়ারি। মুজিবনগর এর পুর্ব নাম বৈদ্যনাথতলা। উপজেলার নামকরণে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তবে জানা যায় যে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় প্রসিদ্ধ বৈদ্যনাথতলা আম্র কাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের হেডকোয়াটার্স স্থাপিত হয় এবং ১৭এপ্রিল এ স্থলেই অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে। শেখ মুজিবুর রহমানকে অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। ফলে শেখ মুজিবুর রহমান এর নামের সাথে মিল রেখে এ স্থানের নামকরণ করা হয় মুজিবনগর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS